জনপ্রশাসন, শিক্ষা ও প্রতিরক্ষা খাতে অগ্রাধিকার

২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জনপ্রশাসন, শিক্ষা ও প্রতিরক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ২০১৪-১৫ সালের সম্পূরক এবং ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য দেন।

অর্থমন্ত্রী বলেন, অনুন্নয়ন বাজেটে ২০১৫-১৬ অর্থবছরে খাতওয়ারি মোট বরাদ্দ ধরা হয়েছে এক লাখ ৯৬ হাজার ৫১৩ কোটি টাকা। এর মধ্যে জনপ্রশাসনে ২২ দশমিক ৫ শতাংশ, শিক্ষায় ১০ দশমিক ২ শতাংশ, প্রতিরক্ষা খাতে ৭ দশমিক ৭ শতাংশ এবং সামাজিক নিরাপত্তা খাতে ৬ শতাংশ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

তিনি আরও বলেন, ভর্তুকি ও প্রণোদনা খাতে ৮ শতাংশ, পেনশন খাতে ৫.৯ শতাংশ, জনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে ৫ দশমিক ৫ শতাংশ, স্বাস্থ্য খাতে ৩ দশমিক ৪ শতাংশ, স্থানীয় সরকার বিভাগে ১ দশমিক ৩ শতাংশ, গৃহায়নে ০ দশমিক ৫ শতাংশ এবং পরিবহনে ২ দশমিক ৩ শতাংশ বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে।

অন্যদিকে বিনোদন, সংস্কৃতি ও ধর্ম খাতে ০ দশমিক ৭ শতাংশ, শিল্প খাতে ০ দশমিক ৩ শতাংশ বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত বাজেটে।



মন্তব্য চালু নেই