জনপ্রশাসনে বরাদ্দ বাড়ল ৫৭২ কোটি টাকা

প্রস্তাবিত বাজেটে অন্যান্য খাতের মতো জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য ব্যয় বাড়ছে ৫৭২ কোটি টাকা।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে পেশের সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ প্রস্তাব দেন।

বাজেট পর্যালোচনা করে দেখা যায়, এবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য ২০২০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে এটি ছিল ১৪৪৮ কোটি টাকা। অন্যদিকে সংশোধিত বাজেটে ছিল ১৭২৩ কোটি টাকা।



মন্তব্য চালু নেই