জনগণ নয়, সরকার রাষ্ট্রযন্ত্রের ওপর নির্ভরশীল : ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ নয়, সরকার এখন রাষ্ট্রযন্ত্রের ওপর নির্ভরশীল। সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন এবং রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে এখন রাষ্ট্রযন্ত্রের ওপর নির্ভর করে দেশ চালাচ্ছে। সে জন্য জনগণের সরকার প্রতিষ্ঠা করা অপরিহার্য হয়ে পড়েছে।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ উপলক্ষে ভাসানী স্মৃতি সংসদ এর আয়োজন করে।

আবারও র‌্যাবের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, বিএনপি র‌্যাবকে সন্ত্রাস দমনে সৃষ্টি করলেও এখন এ বাহিনী সরকারের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে। মানুষ যেখানে-সেখানে এ বাহিনীর হাতে লাশ হয়ে যাচ্ছে। স্বাধীনতার ৪২ বছর পরেও কেউ ভালো আছে তা বলতে পারছে না।

বিএনপির এ নেতা বলেন, সব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অভিন্ন ৫৪ নদীর মধ্যে ৫৩টিতেই উজানে ভারত অসংখ্য বাঁধ দিয়ে এ দেশের মানুষের জীবন-জীবিকার ওপর প্রভাব ফেলছে। কিন্তু সরকার এর প্রতিবাদ করতে পারছে না।



মন্তব্য চালু নেই