জনগণের ভাষা বুঝে কেটে পড়ুন: আব্বাস
জনগণের ভাষা বুঝে ক্ষমতা থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক মির্জা আব্বাস।
তিনি বলেছেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে জনগণের ভাষা বুঝে অহিংস আন্দোলন করবে বিএনপি, সহিংস নয়। তাই তাদের (জনগণ) ভাষা বুঝে সময় থাকতে কেটে পড়ুন। মানুষ এখন মুক্তি চায়।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে সভাপতির বক্তব্যে মির্জা আব্বাস এ আহ্বান জানান।
সরকারকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ওই অহিংস আন্দোলনে জনতার ঢল নামবে, জনগণের ভাষা বুঝে সময় থাকতে কেটে পড়ুন। তাদের (জনগণ) দাবি মেনে নিয়ে নিরপেক্ষ নির্বাচন দিন।
বিচারপতিতে অভিশংসন আইন প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, আইন করে সবকিছু বন্ধ করতে পারবেন না। জনগণ অধিকার আদায়ে আন্দোলন করবেই, এমনকি বিনা যুদ্ধে তারা সরে যাবে না।
স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে ২০ দলীয় জোটের প্রতিবাদ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নিজামী, জামায়াতের নির্বাহী সদস্য অধ্যাপক তাসমিন আলম, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনা. (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজা, জাতীয় পার্টির (জাফর) মহাসচিব মোস্তফা জামান হায়দার এবং খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের প্রমুখ বক্তব্য দেন।
মন্তব্য চালু নেই