জনগণের ওপর আস্থা নেই আ.লীগের

জনগণের ওপর আওয়ামী লীগের কোনো আস্থা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান ও ২০ দলীয় জোটের অন্যতম নেতা জেবেল রহমান গানি।
তিনি বলেছেন, ‘জনগণ সকল ক্ষমতার উৎস মুখে বললেও প্রকৃত পক্ষে আওয়ামী লীগের জনগণের ওপর আস্থা নেই। আর এই কারণেই তারা ৫ জানুয়ারি একতরফা ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে জনগণকে ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছে।’
সোমবার দুপুরে নয়াপল্টনস্থ যাদু মিয়া মিলনায়তনে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- ন্যাপ ঢাকা মহানগরীর সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ একথা বলেন।
গানি বলেন, ‘দেশে এখন গণতন্ত্রের নামে চলছে ফ্যাসিবাদী শাসন। জনগণের জানমালের কোনো নিরাপত্তা নেই। চলমান পরিস্থিতিতে দেশের জনগণ আতঙ্কিত হয়ে উঠছে।’
তিনি আরো বলেন, ‘জাতীয় রাজনীতিতে আদর্শের সঙ্কট চলছে। রাজনৈতিক নেতাকর্মীরা আদর্শের সঙ্কট বোধ করছে। কোথাও কেউই অনুকরণীয় আদর্শ হিসাবে জনগনের মাঝে পরিচিত হওয়ার যোগ্যতা ও আস্থা অর্জন করতে সক্ষম হচ্ছে না। যে কারণে রাজনৈতিক ময়দানে একধরনের শূন্যতা তৈরি হয়েছে। জাতি অভিভাবক শূন্যতা বোধ করছে। আর এই শূন্যতার মাঝে ধ্রুবতারার মতো জ্বলজ্বল করছেন স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানী। তার আদর্শের ভিত্তিতে জনগণকে সংগঠিত করতে হবে।’
নগর সভাপতি মোড়ল আমজাদ হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন- ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, যুগ্ম মহাসচিব সৈয়দ শাহজাহান সাজু, স্বপন কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক কামাল ভুইয়া, নগর সাধারণ সম্পাদক শহীদুননবী ডাবলু, সহ-সভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক শামিম ভুইয়া, সম্পাদক জিল্লুর রহমান পলাশ প্রমুখ।



মন্তব্য চালু নেই