জঙ্গি হামলায় ২০ জন নিহতের স্মরণে মুন্সীগঞ্জে শ্রদ্ধাঞ্জলি

নাসরিন আক্তার, মুন্সীগঞ্জ থেকে : ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলায় ২০ জন নিহতের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছেন মুন্সীগঞ্জ আওয়ামী লীগের একাংশ। এ সময় দেশজুড়ে হত্যা-গুমহত্যা ও ধর্ষণের প্রতিবাদে কালো পতাকা নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের প্রেসক্লাব সড়কের এই কর্মসূচি পালন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস সমর্থিতরা।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আল-মাহমুদ বাবু, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, মুন্সীগঞ্জ জেলা ইউনিট কমান্ডের সভাপতি রেজাউল ইসলাম সংগ্রাম, মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো. মুকবুল হোসেন, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাকির হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ পাভেল, জেলা তরুণলীগ নেতা আপন দাস প্রমুখ।



মন্তব্য চালু নেই