জঙ্গি দমনে রবিবার থেকে ঢাকায় ১৪ দেশের পুলিশ প্রধানদের সম্মেলন
জঙ্গিবাদ ও সন্ত্রাসসহ আন্তঃদেশীয় অপরাধ দমনে আগামী ১২ মার্চ রবিবার ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী দক্ষিণ এশিয়া ও পাশের দেশগুলোর পুলিশ প্রধানদের সম্মেলন। ইন্টারপোল ও বাংলাদেশ পুলিশের যৌথ উদ্যোগে বাংলাদেশে প্রথমবারের মতো এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশের মহা পরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক এ কথা জানান।
তিনি জানান, সম্মেলনে ১৪টি দেশের পুলিশ প্রধানরা অংশ নেবেন। দেশগুলো হচ্ছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ভুটান, ব্রুনাই, চীন, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মালয়েশিয়া, মিয়ানমার, নেপাল, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, ভিয়েতনাম।
তবে জঙ্গি রাষ্ট্র হিসেবে পাকিস্তানের নাম সারা পৃথিবীতে আলোচিত হলেও এ সম্মেলনে দেশটির কোনও প্রতিনিধি উপস্থিত থাকছে না। এ বিষয়ে জানতে চাইলে আইজিপি শহীদুল হক সাংবাদিকদের জানান, ‘আমরা তাদের (পাকিস্তান) চিঠি পাঠিয়েছিলাম, কিন্তু তারা কোনও উত্তর দেয়নি।’
তিনি আরও বলেন, ‘আমাদের সঙ্গে সবসময় যাদের ( যেসব দেশের) যোগাযোগ আছে, তাদের নিয়েই এ কনফারেন্স (সম্মেলন) হচ্ছে।’
মন্তব্য চালু নেই