‘জঙ্গির সঙ্গী’ খালেদাকে ধ্বংস করতে হবে

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বাংলাদেশকে স্থায়ী শান্তির মুখ দেখাতে হলে ‘জঙ্গির সঙ্গী’ খালেদা জিয়াকে ধ্বংস করতে হবে।’

বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে জাসদ আয়োজিত কর্নেল তাহেরের ৪০তম হত্যাদিবসের এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইনু বলেন, ‘বিএনপি নির্বাচনে হেরে শেখ হাসিনার অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক সরকারকে উৎখাত করতে চায়। তারই ধারবাহিকতায় আগুন যুদ্ধ, বিদেশি হত্যা, গুলশান হত্যা, শোলাকিয়ায় হত্যা। নির্বাচনে হেরে খালেদা জিয়া এ ধরনের কৌশল বেঁচে নিয়েছে।’

তিনি বলেন, ‘একটাই সিদ্ধান্ত, জঙ্গি এবং এদের দোষরদের ধ্বংস করে দিতে হবে। কারণ, জঙ্গি ধ্বংস করলে কিন্তু জঙ্গির দোষরদের রেখে দিলে আরো জঙ্গি তৈরি হবে। জঙ্গি ও জঙ্গির দোষর জামায়ত-বিএনপি এবং খালেদা জিয়াকে ধ্বংসের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি স্থায়ী শান্তির মুখ দেখাতে হবে। সুতরাং শান্তির জন্য ‘জঙ্গির সঙ্গী’ খালেদাকে ধ্বংস করতে হবে।

তিনি বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া এবং তার মিত্র জামায়াত জঙ্গিদের সঙ্গে আছে, এসব ঘটনার সঙ্গে আছে। কেবল খালেদা জিয়া আর জামায়াত বাদে সমস্ত জাতি আজ জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। সে ঐক্যকে ধরে রাখতে হবে। আর এ ঐক্যের মধ্য দিয়ে জঙ্গিবাদ যুদ্ধে জয়ী হতে হবে।’

জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী রাখেদ খান মেনন, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার, কর্নেল তাহেরের স্ত্রী ও সাংসদ লুৎফা তাহের, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলিপ বড়ুয়া, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপাক ড. আনোয়ার হোসেন প্রমুখ।



মন্তব্য চালু নেই