‘জঙ্গিবাদ প্রতিরোধে জিরো টলারেন্স নীতিতে থাকবে বাংলাদেশ’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে বাংলাদেশ। এ কথা জানালেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। জাতিসংঘ মহাসচিবের জঙ্গিবাদ প্রতিরোধ সম্পর্কিত কর্মপরিকল্পনা বাস্তবায়নে শুক্রবার সাধারণ পরিষদে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ কথা জানান তিনি।
মোমেন বলেন, জাতিসংঘ মহাসচিবের কর্মপরিকল্পনার সাত দফা প্রস্তাবের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সন্ত্রাসবাদ-সহিংস জঙ্গিবাদ প্রতিরোধ ও দমন কর্মসূচির যথেষ্ট সামঞ্জস্য রয়েছে। বাংলাদেশের মাটিতে কোনো স্থানীয় বা বিদেশি সন্ত্রাসী সহিংস জঙ্গিবাদী গোষ্ঠীর স্থান না দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। সন্ত্রাসবাদ মোকাবেলায় কেবল আইনশৃঙ্খলা বা প্রতিরক্ষা ব্যবস্থাই যথেষ্ট নয় বরং সন্ত্রাসের অন্তর্নিহিত কারণ বা চালিকা শক্তিগুলোকেও প্রতিরোধ করা একান্ত প্রয়োজন। ইত্তেফাক।
মন্তব্য চালু নেই