জঙ্গিবাদের বিরুদ্ধে ওয়াজ করুন: আলেমদের আইজিপি

জঙ্গিবাদ প্রতিরোধে সত্যিকারের ইসলাম প্রচার করার জন্য দেশের আলেমদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেন, ওয়াজ মাহফিলে আপনারা সত্যিকারের ইসলামি দর্শন প্রচার করেন। জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেন। আপনাদের পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হবে।

শনিবার সকালে পুলিশ হেডকোয়ার্টারের কনফারেন্স রুমে আয়োজিত মতবিনিময় সভায় আলেমদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের ভূমিকা ও বাংলাদেশ প্রেক্ষিত শীর্ষক আলোচনা সভায় আইজিপি বলেন, শরিয়া আইনে একজনকে হত্যা করলে তাকে হত্যা করার বিধান রয়েছে। জঙ্গিরা সেই শরিয়া আইনও মানছে না। দেশের বিভিন্ন আদালতে ইতোমধ্যে ২১ জন জঙ্গির ফাঁসির আদেশ হয়েছে। তাদের বিরুদ্ধে অন্যান্য মামলা থাকায় ও অধিকাংশ জঙ্গিরা উচ্চ আদালতে আপিল করেছিলেন। উচ্চ আদালত এরমধ্যে কয়েজনের মৃত্যুদন্ডাদেশ বহাল রেখেছেন।

শহীদুল হক আলেমদের প্রতি আহবান জানিয়ে বলেন, আপনারা তো বিভিন্ন সময়ে ওয়াজ মাহফিল করেন। ওই সব ওয়াজ মাহফিলে জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত গড়ে তুলেন। আপনাদের পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হবে।

আইজিপি আরও বলেন, আপনারা পিস টিভি বন্ধের যে প্রস্তাব দিয়েছেন তা যদি আমাদের যুক্তি দিয়ে বোঝাতে সক্ষম হন তাহলে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারকে বন্ধ করার জন্য অনুরোধ করবো।

অনুষ্ঠানে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদিয়া, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর সদস্য গোলাম মাওলা, রাজারবাগ পুলিশ লাইন জামে মসজিদের খতিব খাজা আরিফুর রহমানসহ দেশের ২০ জেলার আলিয়া মাদরাসার ৩৫ জন প্রিন্সিপাল ও বিভিন্ন মসজিদের খতিব উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই