জঙ্গিদের জামিন তদারকিতে ‘মনিটরিং সেল’ গঠনের দাবী

জামাল জাহেদ, ককসবাজারঃ আদালতে জঙ্গিদের জামিন তদারকি করতে ‘মনিটরিং সেল’ গঠনের দাবী তুলেছে কক্সবাজার জেলা বারের আইনজীবীরা। ২৫ জুলাই বিকালে জেলা আইনজীবী সমিতির প্রাঙ্গনে ‘জঙ্গি কর্মকান্ড ও সন্ত্রাস মোকাবেলায় আইনজীবী সমাজের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এ দাবী তুলেন।

তারা বলেন, জঙ্গিরা দেশ ও মানুষের শত্রু। তাদের কারণে বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হচ্ছে। দেশ পিছিয়ে যাচ্ছে। জঙ্গিদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সভায় বক্তারা আরো বলেন, জঙ্গিদের কোনভাবেই আইনী আশ্রয় দেয়া যাবেনা। কোন জঙ্গি যেন আদালতে এসে আইনী আশ্রয় না পায়, সে বিষয়ে আইনজীবীদের সতর্ক থাকতে হবে।

জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. ইছহাকের সভাপতিত্বে এই সভায় গুলশানে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শোক প্রস্তাব ও হামলাকারীদের প্রতি ধিক্কার জানিয়ে প্রস্তাব পাশ করা হয়। সভায় আইনজীবীদের নিয়ে একটি ‘জঙ্গিবাদ প্রতিরোধ কমিটি’ গঠনের সিদ্ধান্ত হয়।

সমিতির সাধারণ সম্পাদক আ.জ.ম মঈনুদ্দিনের স ালনায় এতে বক্তব্য রাখেন সমিতির যৌথ সভাপতি এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী, এডভোকেট আমজাদ হোসেন, এডভোকেট ফরিদুল আলম, এডভোকেট আবুল কালাম আজাদ-৩, এডভোকেট নুরুল ইসলাম, এডভোকেট শামসুল হক, এডভোকেট ফাহাদ বিন ফিরোজ, এডভোকেট আব্দুশ শুক্কুর, এডভোকেট সুলতানুল আলম, এডভোকেট মমতাজ আহমদ, এডভোকেট খাইরুল আলম, এডভোকেট একরামুল হুদা প্রমুখ।



মন্তব্য চালু নেই