ছয় বছর পর শীর্ষে ব্রাজিল

দীর্ঘ ছয় বছর পর ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে যাচ্ছে ব্রাজিল। রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বে টানা নয় ম্যাচ জিতে এমন খেতাব ঝুলিতে পুরবেন তিতের দল। অপরদিকে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা নেমে যাচ্ছে দুইয়ে।

হিসেবটা পুরোপুরি পাক্কা হয়ে আছে। কেবল আনুষ্ঠানিক প্রকাশের অপেক্ষা। ৬ এপ্রিল ফিফার পরবর্তী র‌্যাঙ্কিং প্রকাশিত হবে। সেদিন সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করা ব্রাজিল তালিকার সিংহাসনটা বুঝে নেবে।

এদিকে ১২ মাস শীর্ষে থাকার পর দ্বিতীয় স্থানে চলে আসবে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বেও তাদের অবস্থান বেশ নড়বড়ে।

সবশেষ বলিভিয়ার কাছে ২-০ গোলে হেরে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে নেমে গেছে মেসিবিহীন আর্জেন্টিনা।

তিন ও চারে আছে জার্মানি ও চিলি, দুই ধাপ এগিয়ে পাঁচে উঠে এসেছে কলম্বিয়া। প্রথম পাঁচের চারটি দলই দক্ষিণ আমেরিকার।

এরপর পাঁচটি দেশই অবশ্য ইউরোপের-ফ্রান্স বেলজিয়াম, পর্তুগাল, সুইজারল্যান্ড ও স্পেন আছে শীর্ষ দশে। তবে খুব বেশি অবনমন হয়েছে নেদারল্যান্ডসের। ৩২ এ নেমে গেছে ডাচরা। তাদের ফুটবল ইতিহাসে এটাই সবনিম্ন কোনো র‌্যাঙ্কিং।



মন্তব্য চালু নেই