ছয় পণ্যে পাটের বস্তা ব্যবহার নিশ্চিত করতে অভিযান
ছয় পণ্যে পাটের বস্তা ব্যবহার নিশ্চিত করতে সারাদেশে সপ্তাহব্যাপী অভিযান চালাবে সরকার। এসব পণ্য ব্যবহারে পাটের বস্তা ব্যবহার না করলে সংশ্লিষ্ট কোম্পানির লাইসেন্স বাতিল করা হবে। ২৫ অক্টোবর থেকে সড়ক, মহাসড়ক, চাল উৎপাদনকারী এলাকা এবং ঢাকার প্রবেশমুখসহ সারাদেশে এ অভিযান চলবে।
ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি- এ ৬টি পণ্যে যারা পাটের মোড়ক দেবেন না, প্রচলিত আইনে শাস্তি পাবেন তারা।
মঙ্গলবার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে এক বৈঠকে এসব সিদ্ধান্তের কথা জানান প্রতিমন্ত্রী মির্জা আজম।
তিনি বলেন, বিদ্যমান আইনের প্রয়োগ ও বাস্তবায়নের লক্ষ্যে স্বরাষ্ট্র, বস্ত্র ও পাট, বন ও পরিবেশ মন্ত্রণালয়, পাট অধিদপ্তর, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও র্যাবের সহায়তায় অভিযান চলবে। আগামী ২৫ অক্টোবর থেকে এই অভিযান শুরু হবে।
এসব পণ্যের মোড়কে পাটমোড়ক ব্যবহার না হলে সেগুলো পরিবহন না করতে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোর প্রতিও আহবান জানানো হয় বৈঠকে। এছাড়া পরিবেশ মন্ত্রণালয়ও বিদ্যমান আইন অনুসারে যেন কঠোর হয়, সে আহবান জানানো হয়।
বৈঠকের এক পর্যায়ে অংশ নেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। এছাড়া আরও উপস্থিত ছিলেন- মন্ত্রণালয়ের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরীসহ অভিযান সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা, পাট ও পাটজাত পণ্যের স্টেকহোল্ডার, পরিবহন মালিক সংগঠনের নেতারা।
মন্তব্য চালু নেই