ছয় তলা ভবনটি বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি

রাজধানীর মিরপুর এক নম্বরের ১০ নম্বর সড়কে একটি ছয় তলা ভবনে জঙ্গিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। বুধবার গভীর রাত থেকে পুলিশ গোটা বাড়িটি ঘিরে রেখেছে। এদিকে, ছয় তলা ওই ভবনটি বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে জঙ্গিরা। এতে চরম আতঙ্কের মধ্যে রয়েছেন ভবনটির বাসিন্দারা।

অভিযানের সময় পুলিশকে লক্ষ্য করে কয়েকটি বোমা নিক্ষেপ করা হয়েছে। তবে পুলিশ সতর্কতার সঙ্গে অভিযান চালাচ্ছে। র‌্যাবও তাদের সঙ্গে রয়েছে।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে গেছেন। কিছুক্ষণ পরপর সেখানে গুলির শব্দ শোনা যাচ্ছে। পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ।



মন্তব্য চালু নেই