ছোট্ট এই দোয়াটি আল্লাহ তা’য়ালার কাছে অধিক প্রিয়

ধর্মপ্রাণ মুসলমানেরা মহান আল্লাহ তা’য়ালার কাছে ক্ষমা পাওয়ার আশায় এবং আল্লাহ তা’য়ালার নির্দেশে বিভিন্ন ইবাদতে মোশগুল থাকেন। ধর্মপ্রাণ মুসলমানদের আমল করার সুবিধার্থে বুখারী শরীফের ১টি হাদিস উল্লেখ করা হলো:

রাসূলে করীম সা. এরশাদ করেছেন, দুটি বাক্য মুখে উচ্চারণ খুবই সহজ, কিন্তু সেগুলোর আমল মাপের পাল্লায় খুবই ভারী এবং আল্লাহর নিকট খুবই পছন্দনীয়। “সুবহানাল্লাহি ওয়াবিহামদিহী সুবহানাল্লাহিল আজীম”। (বুখারী)



মন্তব্য চালু নেই