ছেলেসহ মেঘনায় ঝাঁপ : ২৭ ঘণ্টা পর মায়ের লাশ উদ্ধার
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার সীমানা সংলগ্ন মেঘনা নদী থেকে ২৭ ঘণ্টা পর নিখোঁজ হওয়া মা মাজেদা আক্তার কেয়ার (২৪) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মেঘনা সেতুর উপর থেকে ছেলে আদিয়ানকে নিয়ে নদীতে ঝাঁপ দেন কুমিল্লা জেলার রসুলপুর গ্রামের মাজেদা। ঘটনার পর পরই স্থানীয়রা শিশুটিকে জীবিত উদ্ধার করেন। কিন্তু মাজেদা নিখোঁজ ছিলেন।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন জানান, কী কারণে মাজেদা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। মাজেদার লাশ ভাই মো. হাসিম হোসেনের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য চালু নেই