ছেলের হাতে বাবা খুন, মাসহ ঘাতক গ্রেপ্তার
রাজশাহীর তানোরে ছেলের হাতে খুন হয়েছেন এক বাবা।
রোববার বেলা ১১টায় তানোর পৌর এলাকার কালিগঞ্জ রায়তন বর্ষ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম রেজাউল ইসলাম (৪৫)।
এ ঘটনায় নিহতের ছোট ভাই হাশিম বাদী হয়ে ভাতিজা শাকিল ও ভাবি ফরিদা বেগমকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ ছেলে আশিক (১৮) ও স্ত্রী ফরিদা বেগমকে (৩৮) গ্রেপ্তার করেছে।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, শনিবার রাতে রেজাউল নেশা করে বাড়ি ফেরেন। এসময় ছেলে আশিকের সঙ্গে টাকা-পয়সা নিয়ে তার ঝগড়া বাধে। ঝগড়ার এ পর্যায়ে আশিক ক্ষিপ্ত হয়ে তার বাবা রেজাউল করিমকে বাঁশ দিয়ে বেধড়ক পিটুনি দেয়। পরে আশিক বাবাকে মাটিতে ফেলে বাজারে চলে যায়।
গভীর রাতে রেজাউল করিমকে স্থানীয় লোকজন বাড়ির বাইরে পড়ে থাকতে দেখে স্ত্রী ফরিদা বেগমকে সংবাদ দেন। পরে পরিবারের লোকজনসহ স্থানীয় লোকজন কাছে গেলে রেজাউলকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
এঘটনায় নিহতের ছোট ভাই হাশিম ও বোন জোসনা অভিযোগ করেন, তাদের ভাই রেজাউলকে স্ত্রী ফরিদা ও ছেলে শাকিল মিলে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্তব্য চালু নেই