ছেলেদের মতো মেয়েরাও দাঁড়িয়ে সারবে প্রাকৃতিক কর্ম!

রাস্তায় বের হলে যদি টয়লেট ব্যবহারের প্রয়োজন পড়ে তাহলে অবস্থাটা কি দাঁড়ায়? পুরুষদের ক্ষেত্রে এমন সমস্যায় দেখা যায় কোনো ফাঁকে বা চিপা গলিতে দাঁড়িয়েই কাজ শেষ করে ফেলতে।

তবে এ বিষয়ে সমস্যায় পড়েন নারীরা। পর্যাপ্ত পাবলিক টয়লেট না থাকা এবং যেগুলো রয়েছে সেগুলোর অবস্থা ভালো না হওয়ার কারণে নারীরা তা ব্যবহার করতে পারছেন না।

এবার সেই সমস্যা থেকে মুক্তি দিতে তৈরি হয়েছে বিশেষ একধরনের কিট। এটি একবারই ব্যবহারযোগ্য এক ডিভাইস। এর সাহায্যে দাঁড়িয়েই নারীরা নিজেদের টয়লেটের কাজটি সেরে নিতে পারবেন। আর কিটটি ব্যবহারের পর তা ফেলে দিতে পারবেন।

বিবিসি অনলাইনের কাছে এর ব্যবহারকারীরা জানিয়েছেন, এই কিটের ব্যবহার তাদের দিয়েছে মুক্তির স্বাদ। কমেছে তাদের টয়লেট ব্যবহারের জন্য অতিরিক্ত খরচ। সবচেয়ে বড় বিষয় হলো, এই কিট ব্যবহার তাদের শারীরিক জটিলতা থেকে রক্ষা করেছে।

ভারতে এই কিটের ব্যবহার শুরু হয়েছে। কিছুদিনের মধ্যে বাংলাদেশের ,নারীরাও এই কিটের সুবিধা নিতে পারবেন বলেই জানিয়েছে অনলাইনটি।



মন্তব্য চালু নেই