ছেলেকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা মায়ের

ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যায় নির্দোষ রাসেলকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার মা আফরোজা আক্তার। একই সঙ্গে ছেলেকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তেক্ষপ কমানা করেছেন তিনি।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে রাসেলর পরিবারের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে রাসেলের মা  আফরোজ আক্তার  বলেন, ‘গত  ১০ অক্টোবর   আনুমানিক  বেলা ১১টার দিকে আমার ছেলে (রাসেল) তার বাবার সঙ্গে আমাদের দক্ষিণ বাড্ডার বাসায় টেলিভিশন দেখছিল। এমন সময় চারজন লোক হঠাৎ করে বাসায় ঢুকে জোর করে রাসেলকে তুলে নিয়ে যায়। এর পর থেকে আমরা তাকে অনেক জায়গায় খোঁজ করেও সন্ধান পাইনি। গত মাসের ২৬ অক্টোবর ঢাকার পুলিশ কমিশনার সংবাদ সম্মেলন করেন। সেখানে আমরা রাসেলকে দেখতে পাই।’

তিনি বলেন, ‘ঢাকা পুলিশ কমিশনারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, গুলশান বিদেশি হত্যাকাণ্ডের সঙ্গে রাসেল জড়িত। আমার ছেলে নির্দোষ এবং ষড়যন্ত্রের শিকার।’

প্রকৃত দোষীদের শাস্তির দাবি তুলে তিনি বলেন, ‘সুষ্ঠু তদন্তের মাধ্যমে সকল সত্য বের করে আমার নির্দোষ রাসেলকে মুক্তির ব্যবস্থা করা হোক।’

সংবাদ সম্মেলনে রাসেলের পিতা শাজাহান চৌধুরীসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 



মন্তব্য চালু নেই