ছুরিকাঘাতে ওলামা লীগ সভাপতি আহত
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ওলামা লীগ সভাপতি ইলিয়াস হোসাইন বিন হেলালী আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ছুড়ি হাতে মুজাহিদ (২০) নামে একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে এ হামলার ঘটনা ঘটে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুম্মার নামাজ শেষে বের হওয়ার পর কয়েকজন এসে তার ঘাড় এবং পেটে ছুরিকাঘাত করে। এসময় পুলিশ হাতেনাতে একজনকে আটক করে।
দলীয় নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে হেলালীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল জানান, আটক মুজাহিদ রাজধানীর হাজারীবাগের বায়তুল রসুল মাদ্রাসার আলিম শ্রেণীর ছাত্র। সেখানে থেকে তিনি পড়ালেখা করেন। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজারে।
তার রাজনৈতিক সহকর্মীরা জানান, তিনি ডেমরার নিজ বাসা থেকে বেরিয়ে বায়তুল মোকাররমে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে মসজিদের দক্ষিণ গেট দিয়ে বেরিয়ে একুশে আগস্ট গ্রেনেড হামলার স্মরণে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আয়োজিত সভায় যোগ দিতে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে তাকে ছুরিকাঘাত করা হয়।
মন্তব্য চালু নেই