ছুটি শেষে সাভার ও আশুলিয়ায় পোশাক কারখানা গুলো আবার চালু

টিপু সুলতান (রবিন), সাভার থেকে : ঈদুল-উল-ফিতর উপলক্ষে প্রায় সাত দিন বন্ধ থাকার পর দেশের শিল্পাঞ্চল খ্যাত অঞ্চল সাভারও আশুলিয়ার পোশাক কারখানাগুলো আবার চালু হয়েছে। ঈদ পরবর্তী প্রথম কর্মদিবসে কারখানাগুলোতে শ্রমিকদের উপস্থিতি রয়েছে অন্যান্য স্বাভাবিক দিনের ন্যায়।

মঙ্গলবার সকাল থেকে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় গড়ে ওঠা ছোট ও বড় অন্তত ১৫ শতাধিক পোশাক কারখানার শ্রমিকরা দলবেধে নিজ  নিজ কর্মস্থলে কাজে যোগ দান করেন।

শ্রমিক খোরশেদ আলম জানান ,গতকাল (সোমবার) ঈদের শেষ ছুটির দিন থাকায় রংপুর থেকে রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনাদেন, আশুলিয়ায় ফেরেন মধ্যরাতে। সকাল বেলাই তিনি তার নিজ কর্মস্থলে যোগদেন।

তিনি আরও জানান তার মত আরও অনেক শ্রমিক মধ্যরাতে সাভারও আশুলিয়ায় ফিরে যার,যার কর্মস্থলে যোগদেন।এবার বাড়িতে যাবার ওআসার পথে বড় রকমের যানযট না থাকায় খুশি শ্রমিকরা।

এদিকে, ঈদের দীর্ঘ ছুটি শেষে শ্রমিকরা যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা বা পরিস্থিতি এড়িয়ে নিজ নিজ কর্মস্থলে কাজে যোগদান করতে পারে সেই লক্ষ্যে শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টসহ কারখানার সামনে অতিরিক্ত শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে।



মন্তব্য চালু নেই