ছুটি কাটাতে আমেরিকায় অনন্ত-বর্ষা
ভীষণ ব্যস্ত সময় পার করা সুপারস্টার অনন্ত জলিল স্ত্রী বর্ষা ও ছেলেকে নিয়ে যুক্তরাষ্ট্রে আনন্দ ভ্রমণে গিয়েছেন। সেখানে নিজেদের মতো করে এ দু’স্টার অনেকটা ফুরফুরে মেজাজে বেশ কয়েকটা দিন কাটাবেন একসঙ্গে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বিখ্যাত মায়ামী সমুদ্র সৈকতে ভ্রমণের সেসব মুহূর্ত অবশ্য নায়িকা বর্ষা তার অফিসিয়াল ফেসবুকে পেজে ভক্তদের জন্য পোস্ট করেন। অন্যদিকে এবার অনন্ত জন্মদিন পালন করা হয় যুক্তরাষ্ট্রে।
বিরাট আয়োজন করে স্বামী অনন্তর জন্মদিন গত ১৭ এপ্রিল উদযাপন করা হয়। বর্তমানে এ জুটি সিনে দুনিয়া থেকে খানিকটা বিরতি নিলেও অনন্তর পরবর্তী কাজে নতুন মুখ দেখা যাবে।
মন্তব্য চালু নেই