ছিটমহল বিনিময় নিয়ে আবারও দোটানায় ভারত
বাংলাদেশের সঙ্গে ভারতের ছিটমহল বিনিময় চুক্তি করা নিয়ে ফের সংশয় ও দো-টানায় পড়েছে ভারত। পশ্চিমবঙ্গের আপত্তির সমাধানের পরে আসামের বিরোধীতায় পড়েছে দেশটির বর্তমান সরকার।এ সংক্রান্ত এক সংবাদ প্রকাশ করেছে ভারতের আনন্দ বাজার পত্রিকা।
রাজনৈতিক সূত্রের খবর দিয়ে পত্রিকাটি বলছে, ২০১৬ সালে আসামের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে রাজ্যটির বিজেপি-শাখা দাবি করেছে এ চুক্তিটি না করার জন্য। তবে তা সবটাই নির্ভর করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর।
গত কয়েক মাস ধরেই বিজেপির আসাম শাখার নেতারা এই বিল আটকানোর জন্য ধারাবাহিকভাবে তদবির করছে নরেন্দ্র মোদি এবং বিজেপি সভাপতি অমিত শাহের কাছে। কেন না এই চুক্তির ফলে আসামের ২৬৮.৩৯ একর জমি বাংলাদেশকে দিতে হবে। বিনিময়ে কোনও জমি আসাম পাবে না। এই বিষয়টিই যথেষ্ট বড় হয়ে দাঁড়িয়েছে ছিটমহল বিনিময় চুক্তর ব্যাপারে।
রাজ্য নেতৃত্বের সর্বশেষ হিসেব, এই চুক্তি হলে বিধানসভার ভোটে ভরাডুবি হবে বিজেপির। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে অসমের ১৪টি আসনের মধ্যে ৭টি আসন জিতে বিজেপি ইতিমধ্যেই সেখানে ক্ষমতার গন্ধ পেয়ে গিয়েছে। তাদের ভোটের শতকরা হারও যথেষ্ট ভাল (৩৬.৫শতাংশ)। সে রাজ্যের সাম্প্রতিক পুর নির্বাচনেও জিতেছে বিজেপি। ফলে আগামী বিধানসভা নির্বাচনে রাজ্য দখল করাটা স্বাভাবিকভাবেই অগ্রাধিকার পাচ্ছে।
এ বিষয়ে কেন্দ্রীয় সরকার চেষ্টা চালালেও পরিস্থিতি সহজ হয়নি। বরং আসামের বিস্তীর্ণ ভূখন্ড বাংলাদেশকে দিয়ে দিতে হবে এই প্রচারে আতঙ্ক এতটাই বেড়ে গেছে যে, শেষ পর্যন্ত এই চুক্তির আওতা থেকে আসামকে বাদ রাখার সিদ্ধান্ত নেওয়া যায় কিনা তা ভাবতে শুরু করেছে কেন্দ্র।
মন্তব্য চালু নেই