ছাড়া পেলেন লতিফ সিদ্দিকী

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার দশ মামলায় বরখাস্ত হওয়া মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী জামিনে মুক্তি পেয়েছেন।

সোমবার বিকেল সাড়ে চারটার দিকে তিনি মুক্তি পান বলে নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার নেসার আলম। তিনি বলেন, উচ্চ আদালতে থেকে লতিফ সিদ্দিকীর জামিনের কাগজপত্র পাওয়ার পর আইনগত প্রক্রিয়া শেষে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে চিকিৎসাধীন ছিলেন।

এর আগে, গত ২৩ জুন বিচারপতি নিজামুল হক নাসিম ও বিচারপতি ফরিদ আহমেদ শিবলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ১০ মামলায় লতিফ সিদ্দিকীর অন্তর্বর্তীকালীন জামিন দেন।

আদালতে লতিফ সিদ্দিকীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

গত বছর ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে পবিত্র হজ, মহানবী (সা.) ও তাবলীগ জামাত সম্পর্কে আব্দুল লতিফ সিদ্দিকী আপত্তিকর মন্তব্য করেন।

মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে লতিফের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে ১৭টি মামলা হয়।



মন্তব্য চালু নেই