ছাত্রীকে উত্ত্যক্ত করায় গ্রাম পুলিশের কারাদণ্ড

লক্ষ্মীপুর সদর উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় গ্রাম পুলিশ আবদুর রাজ্জাককে (৪৫) এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুর ২টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান আদালত বসিয়ে এ রায় দেন। শাস্তিপ্রাপ্ত রাজ্জাক উপজেলায় পাবর্তীনগর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের গ্রাম পুলিশ।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, গ্রাম পুলিশ আবদুর রাজ্জাক খিলাবাইচা বালিকা প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর এক ছাত্রীকে দীর্ঘদিন থেকে কুপ্রস্তাব ও বিদ্যালয়ে আসার পথে উত্ত্যক্ত করে আসছে।
এ নিয়ে রাজ্জাক সোমবার সকালে ওই ছাত্রীকে বিদ্যালয়ে আসার পথে আবার উত্ত্যক্ত করলে মেয়েটি স্থানীয় লোকজনকে বিষয়টি জানায়। বিক্ষুব্ধ লোকজন গ্রাম পুলিশকে আটক করে পুলিশে খবর দেয়।
পরে গ্রাম পুলিশ আবদুর রাজ্জাককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে এক বছরের কারাদণ্ড দেন।
পাবর্তীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান জানান, আবদুর রাজ্জাক ৭নং ওয়ার্ড গ্রাম পুলিশ। তাকে ভ্রাম্যমাণ আদালত ১ বছরের কারাদণ্ড দিয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, দণ্ডপ্রাপ্তকে বিকেলে জেল-হাজতে প্রেরণ করা হবে।



মন্তব্য চালু নেই