ছাত্রলীগ সভাপতির পিস্তলের আঘাতে গুরুতর আহত আ’লীগ সমর্থক

নাসরিন আক্তার, মুন্সীগঞ্জ থেকে : মুন্সীগঞ্জে জেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল মৃধার পিস্তলের বাটের আঘাতে গুরুতর আহত হয়েছে আওয়ামীলীগ সমর্থক আবু সুফিয়ান মিজি। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার মুন্সীরহাটে এ ঘটনা ঘটে। আহত আবু সুফিয়ানকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়ার পর ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহত আবু সুফিয়ান মিজি বলেন, বাড়ির কাছে মুন্সীরহাটে চা খেতে গেলে হঠাৎ জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা ‘রাজনীতি করস’ বলে আমাকে কিলঘুষি মারে। একপর্যায়ে পিস্তল বের করে আমার মাথায় আঘাত করে। আমি তখন মাটিতে লুটিয়ে পড়ি। আশপাশের লোকজন উদ্ধার করে আমাকে হাসপাতালে নিয়ে আসে।

জেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল মৃধা বলেন, আবু সুফিয়ান বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। সে এলাকায় অরজগতা সৃষ্টি করছে। অরাজগতা রোধের ব্যবস্থা নিয়েছি।

উল্লেখ্য, জেলা ছাত্রলীগের সভাপতি ফয়াসাল মৃধা ও আবু সুফিয়ান মিজি উভয়ই সদর উপজেলার টরকী গ্রামের অধিবাসী। আগ থেকে মৃধা ও মিজি পরিবারে গোষ্ঠীগত বিরোধ চলে আসছিল।#



মন্তব্য চালু নেই