ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে জেলা ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এসময় ৬ রাউন্ড কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুড়িগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউটে জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির পক্ষে সমর্থন আদায়ে ক্যম্পাসে মিছিল করতে চাইলে, ইন্সটিটিউটের ছাত্ররা তাদের পরীক্ষা থাকায় মিছিলে যেতে অসম্মতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে বহিরাগত ছাত্রলীগ কর্মীরা তাদের ওপর হামলা চালাতে গেলে দু’পক্ষের সংঘর্ষ বাধে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৬ রাউন্ড কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে। এতে নবগঠিত কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ উভয়পক্ষের আহত হয় অন্তত ১০জন। এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।



মন্তব্য চালু নেই