চ্যালেঞ্জিং পেশায় নারীরা এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চ্যালেঞ্জিং পেশায় নারীরা এগিয়ে যাচ্ছে। নারীর এই অংশগ্রহণ ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

টাঙ্গাইলের ঘাটাইলে এএমসিসি অ্যান্ড এস পরিচালিত মহিলা রিক্রুট ব্যাচ-এর শপথগ্রহণ প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়নের ধারাবাহিকতায় সেনাবাহিনীতে নারী অফিসারের পাশাপাশি এবার নারী সৈনিক যোগ হলো। এখন নারীরাও দেশ রক্ষার গর্বিত সৈনিক।

সেনাবাহিনীর বিভিন্ন আর্মস ও সার্ভিসে নারী অফিসাররা দেশে ও বিদেশে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন উল্লেখ করে তিনি বলেন সেনাবাহিনীকে সুসজ্জিত করে গড়ে তুলতে সরকার কাজ করছে।

এর আগে সকাল সোয়া ১০টায় হেলিকপ্টারে ঘাটাইলে পৌঁছান প্রধানমন্ত্রী।



মন্তব্য চালু নেই