চ্যাটিং করতে নয়া ওয়েবসাইট ফেসবুকের

বন্ধুদের সঙ্গে যোগাযোগের অন্যত্তম মাধ্যম ফেসবুক৷আর ফেসবুকে সাধারনত আমরা মেসেঞ্জারের মাধ্যমেই যোগাযোগ করে থাকি৷ সেই যোগাযোগের মাধ্যমকে আরও উন্নত করতে শুধুমাত্র চ্যাটিংয়ের জন্য নয়া ওয়েবসাইট চালু করল সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক৷

তাদের নয়া ওয়েবসাইটটির নাম Messenger.com৷ফেসবুক ব্যবহারকারীরা ফেসবুক মেসেঞ্জারের সঙ্গে সঙ্গে এই ওয়েবসাইটের মাধ্যমে চাটিং করতে পারবেন৷

কম্পিউটার বা স্মার্টফোনের ব্রাউজারের মাধ্যমে মেসেঞ্জার ডটকম সাইটে ভিজিট করে ফেসবুক আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই ব্যবহারকারী তার ফেসবুক বন্ধুদের সঙ্গে চ্যাট করতে পারবেন৷

যারা ফেসবুকের নোটিফিকেশন ও অন্যান্য বিষয়কে বাদ দিয়ে শুধুমাত্র মেসেজিংয়ে করতে চান, তাদের জন্য ‘ঝামেলা বিহীন’ চ্যাটিংয়ের মাধ্যম হতে পারে এই Messenger.com ওয়েবসাইটটি৷চলতি সপ্তাহেই ফেসবুকের তরফে চালু হয়েছে এই চ্যাটিং ওয়েবসাইটটি৷

আপাতত শুধুমাত্র ইংরেজি ভাষাতেই ওয়েবসাইটের মাধ্যমে চাটিং করা গেলেও খুব তাড়াতাড়ি বিশ্বের অন্যান্য ভাষাতেও এই ওয়েবসাইটটি চালু করা হবে বলে ফেসবুকের তরফে জানানো হয়েছে৷ তবে ফেসবুক ব্যবহারকারী চাইলে ফেসবুকে চ্যাট করার পাশাপাশি এই ওয়েবসাইটের মাধ্যমেও একত্রে চ্যাট করতে পারবেন৷



মন্তব্য চালু নেই