স্থগিত ১০ কেন্দ্রের ভোট প্রস্তুতি
চৌমুহনী পৌরসভায় জেলা রিটানিং অফিসার ও সাংবাদকর্মীদের মতবিনিময়
নোয়াখালীর চৌমুহনী পৌরসভার স্থগিত ১০ কেন্দ্রের ভোট ১২ জানুয়ারি পুনরায় ভোটগ্রহণের প্রস্তুতি নিয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও চৌমুহনী পৌর নির্বাচনের রিটার্ণিং অফিসার মো. মনির হোসেন নিজ কার্যালয়ে রোববার সকালে সাংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেন।
এসময় তিনি জানান, নির্বাচনকে সুষ্ঠ করার জন্য প্রতি কেন্দ্রে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর ২৬ জন সদস্য, ৫টি মোবাইল টিম, ৪টি স্ট্রইিকিং ফোর্স, র্যাবের ৫টি টিম, ২ প্লাটুন বিজিবি, প্রতি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে।
এছাড়াও নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষনের জন্য নির্বাচন কমিশনের নিজস্ব পর্যবেক্ষক হিসেবে ৫ জন কর্মকর্তা কাজ করবেন। শেষে তিনি চৌমুহনী পৌরসভার ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান।
প্রসঙ্গত, চৌমুহনী পৌরসভায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আক্তার হোসেন ফয়সল নৌকা প্রতীক নিয়ে ১০টি কেন্দ্রের ফলাফলে ৭৩২৭ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন হারুন ধানের শীষ প্রতীক নিয়ে ৫৭৯৩ ভোট পেয়েছেন।
মন্তব্য চালু নেই