চৌমুহনীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে মানববন্ধন
এইচ.এম আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীতে বিশ^ মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ‘সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা চাই’ শ্লোগানে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৩ মে) দুপুর ১২টায় পাবলিক হল চত্বরের সামনের প্রধান সড়কে চৌমুহনী প্রেসক্লাব ও নোয়াখালী সাংবাদিক ইউনিটি’র সদস্যদের অংশগ্রহনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, চৌমুহনী প্রেসক্লাবের সভাপতি আশরাফ ছিদ্দিকী বাবু, সহ-সভাপতি ইয়াকুব নবী ইমন, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন, এসএস রফিজুল হক, তাজুল ইসলাম মানিক, ফয়জুল ইসলাম জাহান, নোয়াখালী সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক আনোয়ারুল করিম মানিক, এমজি বাবর প্রমুখ।
বক্তারা দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা জানান এবং তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা বিলুপ্ত ঘোষণা করে সারাদেশের সাংবাদিকদের নিরাপত্তার জোরালো দাবিও জানান।
মন্তব্য চালু নেই