চোখ কেন লাল হয়?
অনেক সময় চোখ অস্বাভাবিকভাবে লাল হয়ে যায়। এটি বেশ অস্বস্তিকর। তবে সাধারণ অনেক কারণে আমাদের চোখ লাল দেখায় যেমন রেগে গেলে চোখ লাল দেখায়। খুব কাঁদলেও চোখ লাল দেখায়। ঠাণ্ড বাতাসের ঝাপটায়, রাত জাগার জন্যও চোখ লাল হয়। এছাড়া আরও যেসব কারণে চোখ লাল হতে পারে সেসব কারণ ও পরামর্শ আলোচনা করা হল-
চোখ উঠা রোগ
চোখ লাল হওয়া, চোখে কিছু পড়েছে এমন বোধ হওয়া, চোখ ফুলে যাওয়া, সকাল বেলা ঘুম থেকে উঠার সময় চোখ লেগে যাওয়া, সবসময় পিচুটি জমা এ রোগের লক্ষণ। ব্যাকটেরিয়া অথবা ভাইরাস আক্রমণের কারণে সাধারণত এ রোগ হয়।
এ রোগে আগে পরে দুই চোখই আক্রান্ত হয়। ডাক্তারের পরামর্শে চোখের ড্রপ ব্যবহারের মাধ্যমে এ রোগের চিকিৎসা সম্ভব।
চোখে অ্যালার্জি
চোখ চুলকানো, চোখ দিয়ে পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়া, চোখে গুটি ওঠা ইত্যাদি এ রোগের লক্ষণ। শিশুদের মধ্যে এ রোগ বেশি হলেও বড়দেরও হতে পারে। সাধারণত শুষ্ক মৌসুমে এ রোগ বেশি হয়। এক একজনের এক এক জিনিসে চোখে অ্যালার্জি হতে পারে। ধুলাবালি খাবার, রাসায়নিক পদার্থ, প্রসাধনী, ফুলের রেণুতে চোখের অ্যালার্জি বেশি হয়।
চোখে ঘা
চোখের কালো মণিতে সাদা দাগ, চোখ আক্রান্ত লাল হওয়া, ব্যথা হওয়া, আলো সহ্য করতে না পারা এবং দৃষ্টি কমে যাওয়া ইত্যাদি এ রোগের লক্ষণ। আঘাতের কারণে সাধারণত এ রোগ হয়। ধান কাটার মৌসুমে ধানের পাতার বা ধানের আঘাতে আমাদের দেশে এ রোগ বেশি হয়। ভিটামিন ‘এ’ এর অভাবে বাচ্চাদের মধ্যে এ রোগ হতে পারে। সময়মতো ডাক্তারের পরামর্শে এ রোগের চিকিৎসা না করলে স্থায়ী অন্ধত্ব হতে পারে।
চোখের প্রদাহ বা ইউভাইটিস
চোখ লাল হওয়া, আলো সহ্য করতে না পারা, চোখে প্রচণ্ড ব্যথা হওয়া ইত্যাদি এ রোগের লক্ষণ। রোগ একটু পুরনো হলে দৃষ্টিও কমে যেতে পারে। চোখে আঘাতের কারণে এ রোগ হতে পারে।
পরামর্শ
অ্যালার্জি হতে পারে এসব বস্তু বা পরিবেশে চলা পরিহার করতে হবে। অ্যালার্জি হলে ডাক্তারের বেশি দিন স্টেরয়েড জাতীয় ড্রপ ব্যবহার করা উচিত নয়, এতে চোখের চাপ বেড়ে গিয়ে চোখ অন্ধ হয়ে যেতে পারে।
চোখ উঠলে বেশি লোক সমাগমে না যাওয়া শ্রেয়। কর্ণিয়ার ঘা এ চোখে স্টেরয়েড ব্যবহার ঠিক নয়।
মন্তব্য চালু নেই