চোখে কিছু পড়লে প্রাথমিক চিকিৎসা

বিভিন্ন্ সময় চোখে ধুলোবালি, ছোট পোকামাকড় চোখের পাতার চুল ইত্যাদি চোখে পড়ে সমস্যার সৃষ্টি করে যার জন্য প্রাথমিকভাবে নিম্নের কিছু ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।

চোখে কিছু পড়লে প্রাথমিক চিকিৎসাঃ

১। চোখে পানির ঝাপটা দেয়া অথবা ১ গ্লাস পরিষ্কার পানিতে চোখ ডুবিয়ে পিট পিট করতে থাকা, যাতে চোখ হতে ধুলোবালি বা অন্য কিছু থাকলে বের হয়ে যায়।

২। চোখের উপরের পাতায় কিছু আটকালে ঐ পাতার লোমের দিকে একটু টেনে ধরে তা নিচের দিকে পাতার উপর দিয়ে আলতো ভাবে কয়েকবার উঠানামা করা যাতে ঐ জিনিস বেরিয়ে আসতে পারে।

৩। ব্যথা কমাতে একটি কাঠিতে গরম পানি নিয়ে তাতে পরিষ্কার তুলা বা রুমাল ভিজিয়ে গরম সেক দেয়া।

৪। এই অবস্থায় বরং চোখ বন্ধ করে পরিষ্কার ব্যান্ডেজ দিয়ে যত শীঘ্রই সম্ভব একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেয়া

চোখে কিছু পড়লে যা করতে মানাঃ

১। চোখ রগড়ানো

২। জোর করে ঘষে চোখে পড়া কোন জিনিষ বের করা।



মন্তব্য চালু নেই