চুয়াডাঙ্গায় জাল টাকাসহ আটক ১
শামীম রেজা, জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার সদর উপজেলার সরজগঞ্জ বাজার থেকে ৪টি ৫শ টাকার জাল নোটসহ তরিকুল ইসলাম (২৯) কে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে ৯টার দিকে এঘটনা ঘটে। আটককৃত তরিকুল ইসলাম সদর উপজেলার হায়দারপুর গ্রামের মঙ্গল জোয়ার্দ্দারের ছেলে।
পুলিশ জানায় , শুক্রবার রাতে সরজগঞ্জ বাজারস্থ রাশেদ সু ষ্টোরে জুতা কেনার উদ্দেশ্যে যায় তরিকুল। জুতা কিনে দোকানীকে ৫শ টাকার জাল নোট দেয় তরিকুল, এসময় দোকানী সরজগঞ্জ পুলিশ ক্যাম্পে খবর দিলে সরজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ কাজি আবু কায়েম সঙ্গীয় ফোর্সসহ তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে আরো ৩টি ৫শ টাকার জাল নোট উদ্ধার করে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, আজ শনিবার সকালে একটি মামলা হয়েছে।
মন্তব্য চালু নেই