চুড়ান্ত রায়েও সাকার মৃত্যুদন্ড প্রত্যাশা বোয়াফ’র
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিল মামলা রায় সুপ্রিম কোটের আপিল বিভাগেও চুড়ান্ত রায় মৃত্যুদন্ড বহাল থাকবে এ প্রজন্মের প্রত্যাশা বলে মনে করছে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম (বোয়াফ)।
সংগঠনের সভপতি কবীর চৌধুরী তন্ময় বলেন, ৯টি অভিযোগের মধ্যে চারটিতে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড প্রাপ্ত কুখ্যাত মানবতাবিরোধী অপরাধী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর সুপ্রিম কোটের আপিল বিভাগেও চুড়ান্ত রায় মৃত্যুদন্ড বহাল থাকবে; এটা বাঙালী জাতির স্বাধীনতাকামী মানুষের আশা।
তিনি আরও বলেন, সভ্য সমাজের অসভ্য, বর্বর, ধাম্ভিক সাকা চৌধুরীর দৃষ্টান্ত শাস্তি নিশ্চিত করণ; আধুনিক সভ্য সমাজের জন্য অত্যান্ত জরুরী যা নতুন প্রজন্মকে সভ্যতার পথে অগ্রসর করতে সহায়ক ভূমিকা পালন করবে।
সাকা চৌধুরীর সর্বোচ্চ সাজা মৃত্যুদন্ড ভবিষ্যত অপরাধ সংঘঠিত ব্যক্তি ও মহলের সতর্ক বার্তা বহন করবে যা অপরাধ প্রবনতা রোধে অত্যান্ত গুরুত্বপূর্র্ণ দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করছে বোয়াফ সভাপতি কবীর চৌধুরী তন্ময়।
বোয়াফ’র প্রচার সম্পাদক ব্লগার রফিকুল ইসলাম রাকিব স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তি।
মন্তব্য চালু নেই