চুলের পরিচর্যায় ডিমের হেয়ার প্যাক

ডিম শুধু আমাদের শরীরের ভেতর থেকেই পুষ্টি জোগায় না, ত্বক ও চুলের যত্নেও এটি সমান উপযোগী। চুলের যত্নে ডিমের জুড়ি মেলা ভার। ডিমে রয়েছে প্রোটিন, ভিটামিন বি২, ভিটামিন ডি সহ আরও বেশকিছু পুষ্টি উপাদান। এগুলো চুল পড়ে যাওয়া, চুল ভেঙে যাওয়াসহ বিভিন্ন সমস্যার সমাধান দিতে পারে। পাশাপাশি চুল ঝলমলে করতেও ডিম বেশ কার্যকর। খুব সহজেই আপনি বানিয়ে ফেলতে পারেন ডিমের বিভিন্ন হেয়ার প্যাক-

আগা ফাটা রোধ করতে
ডিমের সাদা অংশের সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে ফেটিয়ে নিন ভালো করে। হেয়ার প্যাকটি চুলের আগায় লাগিয়ে রাখুন ১ ঘণ্টা। শ্যাম্পু দিয়ে ধুয়ে কন্ডিশনার লাগান। চুলের আগা ফাটা দূর হবে।

ভেঙে যাওয়া রোধ করতে
ভঙ্গুর চুলের জন্য ডিমের হেয়ার প্যাক খুবই কার্যকরী। ডিমের সাদা অংশের সঙ্গে লেবুর রস মিশিয়ে তৈরি করুন হেয়ার প্যাক। কিছুক্ষণ চুলে লাগিয়ে রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে প্রাকৃতিক কন্ডিশনার লাগান। সরাসরি ডিমের সাদা অংশ লাগালেও উপকার পাবেন।

চুল পড়া বন্ধ করতে
ডিমের সাদা অংশের সঙ্গে দই মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিন। মিশ্রণটি মাথার তালুতে ঘষে ঘষে লাগান। আধা ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। চুল পড়া বন্ধ হবে।



মন্তব্য চালু নেই