চুরি করতে গিয়ে ধরা খেলেন মোয়াজ্জিন

খালি বাড়িতে চুরি করতে গিয়ে মসজিদের এক মোয়াজ্জিন ও তার সহযোগী জনতার হাতে আটক হয়েছেন। পরে তাদের পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

তারা হলেন- নবীনগর উপজেলার আলীয়াবাদ বড়বাড়ি জামে মসজিদের মুয়াজ্জিন মো. আল আমীন (২১) ও তার সহযোগী হাফেজি মাদসাছাত্র মো. খাইরুল ইসলাম (২২)।

বুধবার দুপুরে নবীনগর উপজেলার আলীয়াবাদে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, বুধবার দুপুরে আলীয়াবাদ গ্রামের মৃত. মোতালিব মাস্টারের বাড়ি খালি পেয়ে ভবনের দ্বিতীয় তলায় উঠে কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন মো. আল আমীন ও মো. খাইরুল ইসলাম। এ সময় আশপাশের বাড়ির লোকজন টের পেয়ে তাদের ঘেরাও করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

আটক আল আমীন নরসিংদী জেলার রায়পুরা উপজেলার গোপীনাথপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে এবং সহযোগী মো. খাইরুল ইসলাম উপজেলার মাঝিকাড়া গ্রামের মৃত কুদ্দুছ মিয়ার ছেলে ও আলীয়াবাদ হাফিজিয়া মাদরাসার ছাত্র।

মোতালিব মাস্টারের ছেলে বেলাল উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নবীনগর থানায় তিনি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।



মন্তব্য চালু নেই