চুমকীর ‘নাগরদোলা’য় সাবিলা-জোভান

নতুন ধারাবাহিক নাটক পরিচালনা করছেন অভিনেত্রী নাজনীন হাসান চুমকি। লিখেছেনও তিনি।

নাম ‘নাগরদোলা’। এর গল্প কয়েকজন নারীকে ঘিরে। তাদেরই একজন সাবিলা নূর। তার চরিত্রের নাম কুহেলি।

গত মাসে নাটকটির দৃশ্যধারণ হয়েছে দুই দিন। উত্তরাতেই আবার এর কাজ শুরু হবে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি)। এতে আরও অভিনয় করেছেন মনিরা মিঠু, তানিয়া হোস‍াইন, ওয়াহিদা মল্লিক জলি প্রমুখ।

সাবিলা তার চরিত্রটি প্রসঙ্গে বললেন, ‘মেয়েটা কলেজে পড়ে। সে খুবই ভীতু। মা-বাবার একেবারে বাধ্যগত মেয়ে। প্রেম করতে প্রচন্ড ভয় পায় সে।’ বাস্তবে কি আপনি এমন? তার উত্তর- ‘আমি প্রেমকে ভয় পাই, কিন্তু অন্য বিষয়ে ভীতু না। কিছু কিছু বিষয়ে সাহসী। কিন্তু প্রেম জিনিসটা খুব ভয় পাই।’

নাটকটিতে সাবিলার প্রেমিক জোভান। তারা এর আগে আরও দু’বার জুটি বেঁধেছেন। এর মধ্যে গত রোজার ঈদে প্রচারিত হয়েছে ‘পুরান ঢাকার বাকরখানি’, আর এবারের ভালোবাসা দিবসে বাংলাভিশনে দেখা গেছে ‘শত ডানার প্রজাপতি’।

ব্যক্তিজীবনে সাবিলা ব্রিটিশ কাউন্সিল থেকে এ লেভেল দিয়েছেন। প্রাইভেট হওয়ায় ইউনিফর্ম ছিলো না। সাবিলা বললেন, “অভিনয়ের জন্য এর আগে গত কোরবানির ঈদে এসএ টেলিভিশনে প্রচারিত ‘ভালোবাসা ভূত ও ভবিষ্যৎ’-এর দুটি দৃশ্যে কলেজের ইউনিফর্ম পরেছিলেন তিনি। এবার পুরো ধারাবাহিকেই এ ড্রেসে দেখা যাবে আমাকে।”



মন্তব্য চালু নেই