চুটিয়ে প্রেম করছেন রত্না
মনের মানুষ খুঁজে পেয়েছেন চিত্রনায়িকা রত্না। তবে কে এই মনের মানুষ তা এখনও জানায়নি এ অভিনেত্রী। সম্প্রতি তার সামাজিক যোগাযোগেরমাধ্যম ফেসবুক পেজে এমন অভিব্যক্তি প্রকাশ করেছেন তিনি।
ফেসবুক পেজে একটি ছবি আপলোড করে এ সব কথা লেখেন রত্না। ছবিতে দেখা যায়- রত্নার পাশে কেউ একজন বসে আছেন। পাশের লোকটির সম্পূর্ণ ছবি দেখা যাচ্ছে না। সময় হলে এ অজানা মানুষটির পরিচয় জানাবেন বলে জানিয়েছেন রত্না। তবে এজন্য অপেক্ষা করতেও বলেছেন তিনি।
এ প্রসঙ্গে রত্না বলেন, ‘এখনই বিয়ে করছি না। আগে চুটিয়ে প্রেম, তারপর বিয়ে।’
চিত্রনায়িকা রত্না অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা সেদিন বৃষ্টি ছিল। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন- যুগল নির্মাতা শাহিন সুমন। ভৌতিক গল্পের এ চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয়ের পাশাপাশি কাহিনিও লিখেছেন-রত্না। তার বিপরীতে অভিনয় করেছেন- সুমিত ও অভি।
মন্তব্য চালু নেই