চীন আমাদের সঙ্গে আছে, সতর্ক হয়ে যান

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটকে উদ্দেশ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহম্মদ নাসিম বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একাত্তরের ঘাতকদের বিচারে কোনো আপোস করিনি। বঙ্গবন্ধুর হত্যার বিচারেও কোনো আপোস করিনি। কিন্তু যারা বাংলাদেশে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, সেই বিএনপি-জামায়াতকে বলতে চাই, গণচীন আমাদের সঙ্গে আছে। আপনার সতর্ক হয়ে যান।’

বুধবার বিকেল জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে সাম্যবাদী দল আয়োজিত গণচীনের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেত্রীকে উদ্দেশ করে নাসিম বলেন, ‘খুনির সঙ্গে আপোস করবেন, ঘর করবেন, প্রেম করবেন, তা হবে না। বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে।’

তিনি বলেন, ‘গণচীনের অর্থনীতি এখন মুক্ত। মানুষের অর্থনীতিতে যে মুক্তি এনেছে এর উদাহরণ গণচীন। চীনের বন্ধুত্বকে আমরা শ্রদ্ধা ও সম্মান করি। গণচীনের বন্ধুত্বকে আমাদের সরকার বিশ্বাস করে। আমরা স্পষ্ট করে বলতে চাই, যারা বাংলাদেশে অসাম্প্রদায়িক রাজনীতি করে, মুক্তিযুদ্ধকে সম্মান করে, আমরা আশা করব চীন তাদের সমর্থন করবে। আমরা জঙ্গিবাদের উত্থানকে প্রতিরোধ করেছি। আজকে দুঃখ হয়, একটা অপশক্তি এ সমস্ত বন্ধুদের ব্যবহার করার চেষ্টা করে।’

১৪ দলের মুখপাত্র শরিকদের উদ্দেশে বলেন, ‘আমরা আজকে এক সঙ্গে মিলিত হয়েছি, খুব ভালো লাগছে। আমাদের নেত্রী শেখ হাসিনা। আমরা এক সঙ্গে আছি। যত ষড়যন্ত্রই হোক আমরা এক সঙ্গে আছি। এক সঙ্গে চলব।’

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দীলিপ বড়ুয়ার সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, চীনা রাষ্ট্রদূত মা মিং চিয়াং, বাসদ আহ্বায়ক রেজাউর রশিদ খান প্রমুখ।



মন্তব্য চালু নেই