চীনের চারটি পদক জয়

রিও অলিম্পিকে এখন পর্যন্ত চারটি পদক জিতেছে চীন। তবে এখন পর্যন্ত কোনো সোনা জিততে পারেনি। চীনের পর দ্বিতীয় সর্বোচ্চ পদক জাপানের। দেশটি তিনটি পদক জিতেছে।

তবে পদক তালিকায় শীর্ষস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। একটি করে স্বর্ণ ও একটি করে রৌপ্য পদক জিতেছে তারা।

এর বাইরে আর্জেন্টিনা, বেলজিয়াম, রাশিয়া, হাঙ্গেরি, থাইল্যান্ড ও ভিয়েতনাম একটি করে স্বর্ণ জিতেছে।

চীন একটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ পদক জিতেছে। জাপানের তিনটিই ব্রোঞ্জ।

শুক্রবার জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে রিও অলিম্পিকের পর্দা উঠেছে। এখানে ২০৬টি দেশের প্রায় সাড়ে ১০ হাজার অ্যাথলেট অংশগ্রহণ করেছে।



মন্তব্য চালু নেই