চিনতে পারছেন ছবির মানুষটি? উনি নায়ক অমিত হাসান

বদলে যেতে চাইলে মানুষ কতোভাবেই না বদলে যেতে পারে। আর যারা সিনেমার পর্দায় অভিনয় করেন, তাদের তো প্রতিমুহুর্তেই বদলাতে হয়। রূপবদলের খেলায় এবার অমিত হাসান সাজলেন হিজড়া চরিত্রে।

এফডিসিতে চলছে ‘মায়াবিনী’ চলচ্চিত্রের শুটিং। ছবিটি পরিচালনা করছেন আকাশ আচার্য্য। এ চলচ্চিত্রেই বড় পর্দায় এ বেশে হাজির হচ্ছেন অমিত। বললেন, ‘ছোটবেলা থেকেই মেয়েদের মতো সেজে ঘুরতে পছন্দ করি। মেয়েদের বন্ধু ভাবতে ভালো লাগে, তাদের সাথেই সব সময় খেলা করি। একটু বড় হওয়ার পর থেকেই বিষয়টা আমার পরিবারের চোখে পড়ে। আমাকে নিয়ে অশান্তি তৈরি হয় পরিবারে। একসময় আমাকে মেরে পরিবার থেকে বের করে দেওয়া হয়। আমি রাস্তায় রাস্তায় ঘুরতে থাকি, এমন সময় কাজী হায়াৎ সাহেবের সাথে দেখা হয়, ওনার আশ্রয়ে আমি বড় হই। আমাকে সবাই ভালোবেসে মায়া বলে ডাকেন, আমিও সবার পাশে থাকি সব সময়। কাজী হায়াৎ সাহেব পরহেজগার-ধার্মিক একজন মানুষের চরিত্রে কাজ করেছেন। ঘটনাচক্রে এলাকার কয়েকজন প্রভাবশালী মানুষ আমাকে মেরে ফেলে। কিন্তু আমার আত্মা প্রতিশোধের আগুনে পোড়ে।’

চলচ্চিত্রটির মূল হিরো হিসেবে অভিনয় করছেন সাইমন। তার সঙ্গী আইরিন। এ ছাড়া কাজী হায়াত, সিবা শানুসহ আরও অনেকে অভিনয় করেছেন। বাংলামেইল



মন্তব্য চালু নেই