চিত্রনায়ক হেলাল খান গ্রেফতারের নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবিতে ৭১ জন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও পেশাজীবি নেতৃবৃন্দের বিবৃতি

চিত্র নায়ক হেলাল খানকে গ্রেফতারের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে দেশের ৭১ জন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও পেশাজীবি নের্তৃবৃন্দ এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তাঁরা বলেন, ৫২ এর ভাষা আন্দোলন, ৭১ এর মহান মুক্তিযুদ্ধ এবং এদেশের যে কোন দুঃসময়ে সাংস্কৃতিক কর্মীদের উল্লেখযোগ্য ভূমিকা এবং সম্পৃক্ততা ছিল ও আছে।

রাজনৈতিক ক্ষেত্রে মতাদর্শের ভিন্নতা থাকতেই পারে হয়ত সে কারণেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রনায়ক, প্রযোজক ও চলচ্চিত্রকার হেলাল খান এর বিরুদ্ধে হয়রানি মূলক মামলা, গ্রেফতার ও রিমান্ড দেওয়া হয়েছে। সংস্কৃতি অঙ্গনে এর একটি প্রতিক্রিয়া ইতোমধ্যেই সৃষ্টি হয়েছে। যা মৌলিক অধিকারের পরিপন্থি বলে তাঁরা বিবৃতিতে উল্লেখ করেন। বিবৃতিতে তাঁরা অনতিবিলম্বে চিত্রনায়ক হেলাল খানের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

বিবৃতি দাদারা হলেন- গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, চলচ্চিত্রকার আমজাদ হোসেন, সাংবাদিক রুহুল আমিন গাজী, শওকত মাহমুদ, ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, চিএনায়ক আশরাফ উদ্দিন উজ্জল, সংগঠক এম এ মালেক, ছড়াকার আবু সালেহ, ড. খন্দকার মোস্তাহিদুর রহমান, অধ্যাপক ড. আ ফ ম ইউছুফ হায়দার, ড. খলিলুর রহমান, ডাঃ এ কে এম আজিজুল হক, প্রকৌশলী আ ন হ আখতার হোসেন, এড. জয়নাল আবেদীন, নৃত্য ব্যক্তিত্ব রাহিজা খানম ঝুনু, কন্ঠশিল্পী মনির খান, অভিনেতা বাবুল আহমেদ, কন্ঠশিল্পী কনক চাঁপা, বেবী নাজনীন, রিজিয়া পারভিন, দিলরুবা খান, হাসান চৌধুরী, নাসির, বাদশা বুলবুল, বদরুন্ছো ডালিয়া, মুহিন, আলম আরা ুিমনু, সংগঠক রফিকুল ইসলাম, আবৃতি শিল্পী কামাল ফরিদ, প্রকৌশলী মোঃ হারুনুর রশিদ, রিয়াজুল ইসলাম রিজু, মুঈদ রুমী, ডাঃ মোস্তাক রহিম স্বপন, রফিকুল ইসলাম বাচ্চু, সাংবাদিক কবি আব্দুল হাই শিকদার, এম এ আজিজ, সৈয়দ আবদাল আহমেদ, জাহাঙ্গীর আলম প্রধান, অধ্যাপক ডাঃ তাহমিনা আক্তার টফি, ড. আব্দুল আজিজ, ড. মামুন আহম্মেদ, ড. এ বি এম ওবায়দুল ইসলাম, ড. সৈয়দ মোঃ কামরুল হাসান, ড. সামসুল আলম, ড. মোঃ শরিফ উদ্দিন, সুরকার ইথুন বাবু, চিত্রনায়ক ইলিয়াস জাবেদ, অভিনেতা সিরাজ হায়দার, শিবা শানু, আব্দুল্লাহ বাকী, আশরাফুল হক ডন, আমির, অভিনেত্রী রিনা খান, গীতিকার মুন্সী ওয়াদুদ, কন্ঠশিল্পী আরিফ দেওয়ান, ব্যারিষ্টার বদরুদ্দোজা বাদল, রুহুল কুদ্দুস কাজল, এড. সানা উল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, কৃষিবিদ হাসান জাফির তুহিন, রাশেদুল হাসান হ্রাুন, গোলাম হাফিজ কেনেডী, চলচ্চিত্রকার শেখ নজরুল ইসলাম, সাজেদুর রহমান সাজু, গাজী জাহাঙ্গীর আলম, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী, নাট্যকার হাসানুজ্জামান, অভিনেত্রী নিলুফার ওয়াহিদ পাঁপড়ি, লেখক যোশেফ শতাব্দী, উপস্থাপিকা তামান্না তাকাসুম মৌরী।



মন্তব্য চালু নেই