চিকিৎসা শেষে দেশে ফিরলেন ইমরুল কায়েস

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের ফাইনালে মাঠেই হ্যামাস্ট্রিং ইনজুরিতে পড়েন ইমরুল কায়েস। তবুও ব্যাথা নিয়েই অনেকটা সময় লড়ে যান কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। এ যাত্রায় জিতলেও নাকের জন্য ঠিকই হাসপাতালের দ্বারস্থ হতে হয় তাকে।
বিপিএল শেষ হতেই তাই নাকের সার্জারি করাতে কলকাতা গিয়েছিলেন ইমরুল কায়েস। সেখানে কলকাতার গ্লেনিয়গলস হাসপাতালে ভর্তি হন তিনি।
সফল ভাবে নাকের সার্জারি শেষে সোমবার দেশে ফিরে এসেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইমরুল কায়েসের অফিশিয়াল ফ্যান পেজে তার ফিরে আসার কথা জানানো হয়।
সেখানে ইমরুল কায়েস ও তার স্ত্রীর ছবিসহ একটি পোস্ট করা হয়। যেখানে লেখা ছিলো, ‘সফলভাবে নাকের সার্জারি শেষে দেশে ফিরেছেন ইমরুল কায়েস।
ছবিঃ ফেসবুক
মন্তব্য চালু নেই