চলে গেলেন সুবীর সেন

বিখ্যাত সঙ্গীতশিল্পী সুবীর সেন আর নেই। আজ সকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ৮১ বছর বয়সে মৃত্যু হয় তাঁর।

দীর্ঘদিন ধরে মস্তিষ্ক এবং ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন তিনি। অসংখ্য জনপ্রিয় হিন্দি আর বাংলা গান গেয়েছেন এই শিল্পী। ‘এত সুর আর এত গান’ গেয়ে ভক্তদের হৃদয়ে পাকাপাকি জায়গা করে নিয়েছিলেন। একসময় বম্বে এবং কলকাতার অন্যতম সেরা সঙ্গীতশিল্পী ছিলেন তিনি।

অনেকেই তাঁর গান গাওয়ার ধরনে হেমন্ত মুখোপাধ্যায়ের ছায়া দেখতে পেতেন। যদিও শিল্পীর ছিল নিজস্ব গায়কী। তার গাওয়া উল্লেখযোগ্য গানগুলো – এত সুর আর এত গান, ঐ উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙীন, পাগল হাওয়া, সারাদিন তোমায় ভেবে ইত্যাদি।



মন্তব্য চালু নেই