চিকিৎসার জন্য কাজী জাফরকে অস্ট্রেলিয়া নেয়া হচ্ছে

জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান কাজী জাফর আহমেদকে উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া নেয়া হচ্ছে।

শুক্রবার রাত সাড়ে ১১টায় তিনি সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে অষ্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

শুক্রবার দুপুরে পার্টির চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত নয়টায় কাজী জাফরকে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেয়া হবে। এসময় হাসপাতাল গেটে তিনি দলের নেতাকর্মী ও সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাৎ করবেন।

এর আগে গত ২৬ মে কাজী জাফর আহমেদকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। পার্টির চেয়ারম্যানের আবেদনের পরিপ্রেক্ষিতে সাপ্লিমেন্টারি লিস্টের আলোকে বিদেশে চিকিৎসা করার জন্য তাকে তিন মাসের অনুমতি দেয়া হয়।

উল্লেখ্য, কাজী জাফর অসুস্থ হয়ে বেশ কিছুদিন ধরেই রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন। গত ২৬ মে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কেবিন থেকে নিবিড় পর্যবেক্ষণ কক্ষে (আইসিইউ) স্থানান্তর করা হয়। এর আগেও গত ১৫ মে তাকে আইসিইউতে রাখা হয়।

গত ১৩ মে খুলনা সফরের সময় বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে কোমরে আঘাত পান কাজী জাফর। এর পরই তাকে দ্রুত ঢাকায় নিয়ে এসে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে প্রফেসর ডা. মমিনুজ্জামান, প্রফেসর ডা. সৈয়দ সাইদ আহমদ ও প্রফেসর ডা. একেএম শহিদুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন তিনি।



মন্তব্য চালু নেই