চিকিৎসকদের দিয়ে বিশেষ ইউনিট করা হবে :স্বাস্থ্যমন্ত্রী
চিকিৎসার আধুনিকায়নের জন্য চিকিৎসকদের দিয়ে প্রত্যেক জেলায় বিশেষায়িত ইউনিট গঠন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বুধবার বিকেলে রাজধানীর ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে রেডিও থেরাপির আধুনিক লিনিয়ার অ্যাক্সেলেটর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জেলা হাসপাতলগুলোতে এসব ইউনিট কাজ করবে। সেখানে ইনসেনটিভ কেয়ার ইউনিট (আইসিইউ), ক্রিটিক্যাল কেয়ার ইউনিটগুলোর (সিসিইউ) সঙ্গে কাজ করবে।’
এ সময় তিনি বলেন, ‘হৃদরোগসহ ক্যান্সারের মতো ঘাতক ব্যাধি আমাদের দেশে দিন দিন বেড়েই চলেছে। বিশ্বায়নের এই যুগে এসব রোগের চিকিৎসার জন্য আমাদেরও আধুনিক চিকিৎসা যন্ত্রপাতির ব্যবহার বাড়াতে হবে। সারাদেশে ক্যান্সার চিকিৎসার জন্য নির্ভরযোগ্য এ প্রতিষ্ঠানটিকে আধুনিকায়ন করা হবে।’
তিনি আরো বলেন, ‘আজকের এই লিনিয়ার অ্যাক্সেলেটর মেশিনটি নিয়ে ক্যান্সার চিকিৎসার জন্য সর্বশেষ ছয়টি মেশিন সংযোজন করা হলো। আশা করি মেশিনগুলোর সঠিক ব্যবহার করা হবে।’
এরপর তিনি মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালও পরিদর্শন করেন।
মন্তব্য চালু নেই