চিকিৎসককে চড় মেরে বিপাকে মিকা (ভিডিও)
ফের বিতর্কে জড়ালেন কণ্ঠশিল্পী মিকা সিংহ। সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে এক চিকিৎসককে চড় মেরে বিপাকে পড়েন তিনি। ইউটিউবে প্রকাশিত একটি ভিডিওতে এ দৃশ্য দেখা যায়।
দিল্লির অপথ্যালমোলজিক্যাল সোসাইটির তিনদিনের সম্মেলন উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ‘জুম্মে কি রাত’, ‘তু মেরি হিরো’র মতো গানের সুরে শ্রোতাদের মন ভরিয়ে দিচ্ছিলেন মিকা। এরই মাঝে ঘটে এ বিপত্তি।
৩০ সেকেন্ডের ওই ভিডিওতে মঞ্চে মিকার সঙ্গে এক চিকিৎসককে দেখা যায়। ওই চিকিৎসক আপত্তিকর অঙ্গভঙ্গি করলে মেজাজ হারিয়ে ফেলেন মিকা। তারপরই ওই চিকিৎসককে চড় মেরে নিরাপত্তা কর্মীদের হাতে তুলে দেন তিনি।
এরপর ক্ষিপ্ত হয়ে ওঠে ওই চিকিৎসকও। তিনি মিকার সব পোস্টার ছিঁড়তে শুরু করেন। এরপর পুলিশ মিকার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিলে তিনি শান্ত হন।
অনুষ্ঠানের আয়োজক ড. রাজেশ সিংহ ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘মিকা তার বাউন্সারদের ওই চিকিৎসককে মঞ্চে তুলে নিয়ে আসতে বলেন। তারপরই তাকে মারতে শুরু করেন। বলিউডের ওই গায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।’
দেখুন : প্রকাশিত ভিডিও
মন্তব্য চালু নেই