চিংড়ি ঘের অপসারণ করে বন্ধ নৌ-চ্যানেল চালুর নির্দেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মংলার ঘসিয়াখালী নৌ-চ্যানেল বন্ধ হওয়ার কারণ অপরিকল্পিত চিংড়ি ঘের।’ যাতে নৌ-চ্যানেলগুলো আবার চালু করা যায় সে জন্য চিংড়ি ঘেরগুলো অপসারণের নির্দেশ দিয়েছেন তিনি।
সোমবার সচিবালয়ে গোপালগঞ্জ ও যশোর জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে তিনি এ নির্দেশ দেন।
এসময় ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করছি। আওয়ামী লীগ ক্ষমতায় গেলে মানুষের জীবনের মান বাড়ে। এবারও বেড়েছে।’
তিনি বলেন, ‘বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ গড়ার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করাসহ অন্যান্য কাজও করতে হবে।’
এসময় দুই জেলা প্রশাসকের মতামত ধৈর্য্য সহকারে শুনেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জে হাওড়-বাওড় এলাকায় জন্ম নেয়া শামুক রক্ষার নির্দেশ দেন সংশ্লিষ্ট জেলা প্রশাসককে।
মন্তব্য চালু নেই