চা বিক্রেতা বাবুল হত্যা মামলা ডিবিতে
রাজধানীর মিরপুরে চা দোকানী বাবুল মাতাব্বরকে পুড়িয়ে হত্যার মামলা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার দুপুরে এ মামলাটি হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার
গত বুধবার রাতে মিরপুর-১ নম্বর গুদারাঘাট এলাকায় পুলিশের সামনে সোর্সের লাথিতে নিজের দোকানে স্টোভের আগুনে পুড়ে দগ্ধ হন বাবুল মাতুব্বর। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়। রাতেই তড়িঘড়ি করে বাবুলের মেয়ে রোকসানা আক্তারকে বাদী করে একটি মামলা নেয় পুলিশ।
একইদিন পুলিশের দুটি কমিটি গঠন করা হয়। এর মধ্যে ডিএমপি সদর দপ্তরের উপ-কমিশনার (ডিসিপ্লিন) টুটুল চক্রবর্তী একটি কমিটির প্রধান। অপর কমিটির প্রধান করা হয় ডিএমপির মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মাসুদ আহমেদ খানকে।
মন্তব্য চালু নেই